ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের হামলা আরও জোরদার করেছে। এর মধ্যেই গত রোববার (১৮ মে) এক দিনে উপত্যকাটিতে ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত উপত্যকাটিতে ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে।
ইসরায়েলি বাহিনীর এমন প্রাণঘাতী হামলার মধ্যেই শনিবার (১৭ মে) থেকে কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, দুই দিনে নিহত ২০০
এদিকে, সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতাল অবরোধ করে রেখেছে। এর ফলে হাসপাতালের রোগী, চিকিৎসা কর্মী এবং প্রয়োজনীয় সেবা সামগ্রীর সরবরাহে বাধা সৃষ্টি হচ্ছে।
চলতি সপ্তাহে গাজায় কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক বিমান হামলাও দেখা গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা উত্তর গাজার সন্ত্রাসী অবকাঠামোগত স্থানগুলোর বিরুদ্ধে লড়াই করছে, যার মধ্যে ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছাকাছি এলাকাও রয়েছে।
উত্তর গাজার আল-আওদা বেসরকারি হাসপাতালের পরিচালক মোহাম্মদ সালহা জানিয়েছেন, ইন্দোনেশিয়ান হাসপাতাল বন্ধ করে দেওয়া হলে চিকিৎসা সেবার ওপর মারাত্মক প্রভাব পড়বে। বিশেষ করে আল-আওদা অক্সিজেনের মজুদ ও নিবিড় পরিচর্যা ইউনিটের জন্য ইন্দোনেশিয়ান হাসপাতালের ওপর নির্ভরশীল ছিল।
এছাড়া, খান ইউনিসের দুটি বৃহত্তম হাসপাতাল নাসের মেডিকেল কমপ্লেক্স ও ইউরোপীয় হাসপাতালও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী ইউরোপীয় হাসপাতালটির নিচে হামাসের একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের অভিযোগ করেছে।
স্বাআলো/এস