জাতীয়

সংস্কৃতি উপদেষ্টা ‘বিব্রত’, স্বরাষ্ট্রের ‘ব্যক্তিগত মত’

ঢাকা অফিস ঢাকা অফিস | May 19, 2025

রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এই ঘটনাটি ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই গ্রেফতারকে সরকারের জন্য ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন। এবার ফারুকীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংস্কৃতি উপদেষ্টা কি বলেছেন, জানি না। তিনি যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত মত। মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সরকার চায় শুধু দুষ্কৃতকারী যেনো আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটি নিরীহ লোক যেনো কোনো অবস্থাতেই শাস্তি ভোগ না করে। তিনি জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি।

নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর: সংস্কৃতি উপদেষ্টা

নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে আটকের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, তার নামে মামলা থাকলে আপনি কী করবেন? বিমানবন্দরে ছেড়ে দিলে বলতেন, ছেড়ে দিয়েছেন। বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার ব্যাপারে একটি নীতি (পলিসি) আছে। এই নীতির আওতায় যারা পড়ে, তাদের আটকানো হয়।

এর আগে, রবিবার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

কারাগারে নুসরাত ফারিয়া

সোমবার নুসরাত ফারিয়াকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ২২ মে তার জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

এদিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিনি সাধারণত নিজের মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা বলেন না, কিন্তু ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে এটি তার কাছে বিব্রতকর মনে হয়েছে। ঢালাও মামলার ক্ষেত্রে সরকারের নীতি ছিল প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে গ্রেফতার না করা। ফারিয়ার বিরুদ্ধে মামলাটি পুরনো হলেও তদন্ত শেষ হওয়ার আগে সরকারের পক্ষ থেকে গ্রেপ্তারের উদ্যোগ দেখা যায়নি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ এবং ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, এই ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের মামলাকে আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করা হবে এবং সরকারের প্রধান কাজ জুলাই মাসের প্রকৃত অপরাধীদের বিচার করা।

স্বাআলো/এস

Shadhin Alo