যশোরের শার্শা উপজেলায় মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামের এক পঞ্চম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ মে) উপজেলার পুটখালি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক কৃষ্ণপুর গ্রামের আব্দুল্লাহ মন্ডলের ছেলে এবং সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ওমর ফারুক তার নানার বাড়ি শিকড়ী গ্রাম থেকে বাইসাইকেল চালিয়ে নিজের বাড়ি কৃষ্ণপুরের দিকে ফিরছিলো। পথে মহিষাডাঙ্গা এলাকার কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে গোগার দিক থেকে দ্রুতগতিতে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু ওমর ফারুকের মৃত্যু হয়।
যশোরে বোমা বিস্ফোরণে আহত খাদিজার মৃত্যু
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত শিশুর বাবা-মা থানায় এসেছেন এবং তারা মামলা করতে চাইছেন না বলে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহত শিশুর বাবা-মা থানায় এসেছেন। তারা প্রাথমিকভাবে মামলা করতে চাইছেন না। তবে পুলিশ মামলার পক্ষে রয়েছে।
তিনি বলেন, মামলা করা হলে অপরাধী যেই হোক না কেনো, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এদিকে, শিশু ওমর ফারুকের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।
স্বাআলো/এস
