চট্রগ্রাম বিভাগ

রিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

| May 20, 2025

চাঁদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে শহরের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় (জেলা প্রশাসক কার্যালয়ের সামনে) এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের মনির মালের ছেলে সমুদ্র মাল (২৫)। অন্যজন হলেন অটোরিকশার চালক ঈশা, যার বাড়ি নাটোর জেলায়।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী রফিকুল (২৪), রিকশার যাত্রী আফজাল (২৬) এবং একজন পথচারী সম্রাট (১৪)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে সমুদ্র মাল ও রাকিব শহর থেকে কাজ সেরে বাবুরহাটে বাড়ির দিকে যাচ্ছিলেন। জেলা প্রশাসক কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ ইউটার্ন নেয়ার চেষ্টা করে। এসময় দ্রুতগতির মোটরসাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

শার্শায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল ও অটোরিকশা দুটিই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সমুদ্র মাল ও অটোরিকশা চালক ঈশা প্রাণ হারান। আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, হাসপাতালে নিয়ে আসা পাঁচজনের মধ্যে দু’জনই মৃত ছিলেন। তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য একজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া জানান, দুর্ঘটনাকবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

স্বাআলো/এস

Shadhin Alo