হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি তার্কিশ এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় জরুরি অবতরণ করেছে বিমানটি। পাইলটের দক্ষতায় ২৯০ জন যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ মে) সকালের দিকে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, টি কে সেভেন ওয়ান থ্রি (TK713) নম্বরের ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩ মডেল) ২৯০ জন যাত্রী নিয়ে সকাল ৭টার দিকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিল। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক বা আগুনের ফুলকি দেখতে পান পাইলট।
ঢাকায় জরুরি অবতরণ করলো বিমানের ফ্লাইট, নিরাপদে ৭১ যাত্রী
পরিস্থিতি আঁচ করতে পেরে পাইলট দ্রুত বিমানটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর দিয়ে বিমানের অতিরিক্ত জ্বালানি কমিয়ে সকাল ৮টা ১৫ মিনিটে বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করে।
গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, পাইলট বিমানটির একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান, যা প্রাথমিকভাবে বার্ড হিট বা পাখির আঘাতের কারণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে যাত্রীরা সম্পূর্ণ নিরাপদে আছেন বলে তিনি উল্লেখ করেন।
বিমানবন্দর সূত্র আরো জানিয়েছে, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের পাশের একটি হোটেলে পাঠানো হয়েছে। তার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিমানবন্দরে এটি দ্বিতীয় বড় উড়োজাহাজের জরুরি অবতরণের ঘটনা। এর আগে গত ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ার খুলে পড়ে গিয়েছিল। সেই ঘটনাতেও পাইলটের দক্ষতার কারণে ৭১ জন যাত্রীসহ বিমানটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছিল।
স্বাআলো/এস
