নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে অবৈধভাবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের প্রণীত ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ অনুযায়ী, যা শুরু থেকেই বিরোধী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলো প্রত্যাখ্যান করে আসছে।”
তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ফলে কমিশনের কার্যক্রমে সেসব সুপারিশ প্রতিফলিত হবে না বলেই প্রতীয়মান হচ্ছে।”
আখতার হোসেন আরও বলেন, “মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার সুপারিশ নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে। এতে বোঝা যায়, কমিশনের ওপর কোনও আস্থা রাখা সম্ভব নয়।”
তিনি অভিযোগ করেন, জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’ মামলার উদাহরণ টেনে আখতার হোসেন বলেন, “দেশের বিভিন্ন স্থানে অবৈধ নির্বাচনে অংশগ্রহণকারীরা আদালতের আশ্রয় নিয়ে জটিলতা সৃষ্টি করছেন।”
এই পরিস্থিতি থেকে উত্তরণে তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে একটি নতুন ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান।
তিনি আরও জানান, আজ সকাল ১১টায় ঢাকা মহানগর শাখার উদ্যোগে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।