সারাদেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঈদের আগেই সাগরে শক্তিশালী দুই ঘূর্ণিঝড়ের শঙ্কা
পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আগামী বৃহস্পতিবার (২২ মে) সারাদেশের প্রায় সব বিভাগে দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার (২৩ মে) সপ্তাহের শেষ দিনেও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে আরো জানানো হয়েছে, বৃষ্টির এই ধারাবাহিকতা আগামী সপ্তাহজুড়েও অব্যাহত থাকতে পারে, বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে।
স্বাআলো/এস
