খেলাধুলা

বাংলাদেশের সব শর্ত মেনে নিচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | May 21, 2025

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি সৃষ্ট সাময়িক উত্তেজনার কারণে অনিশ্চিত হয়ে পড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অবশেষে আলোর মুখ দেখতে চলেছে। তবে এই সিরিজ আয়োজনের জন্য বাংলাদেশের দেওয়া প্রায় সব শর্তই মেনে নিতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

মূল পাঁচ ম্যাচের সিরিজটি কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে। পিসিবি সূত্রে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই তিন ম্যাচের সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে লাহোরে। আগামী ২৭ মে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৫ মে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর একদিন পরই বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার এই সংক্ষিপ্ত সিরিজ শুরু হতে পারে। তবে সিরিজের নির্দিষ্ট সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এশিয়া কাপ থেকে সরে গেলো ভারত

জানা গেছে, গেল সোমবার শারজায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচের সময় বিসিবি ও পিসিবির গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। সিরিজের ভবিষ্যৎ নিয়ে তারা আলাদাভাবে আলোচনা করেন এবং সফরের নতুন রূপরেখা চূড়ান্ত করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষের তরফেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ্য, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় সিরিজটি আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিরিজটি পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ তৈরি করবে, তেমনই পাকিস্তানের জন্যও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo