খুলনা বিভাগ

ঝিকরগাছার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাবানার যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | May 24, 2025

যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ঝিকরগাছার শাবানা বেগমকে একটি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অভিযুক্ত আরেক আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ মে) যশোরের স্পেশাল জজ (জেলা জজ) এসএম নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।

দন্ডপ্রাপ্ত শাবানা ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের বাসিন্দা। খালাসপ্রাপ্ত আসামি শফিকুল আওলিয়া বেনাপোলের বালুন্ডা আওলিয়াপাড়ার বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৭ জুলাই শার্শা থানা পুলিশের কাছে খবর আসে যে জামতলা শার্শা সড়কের বিশ্বাস ব্রিকসের সামনে পাকা রাস্তার উপর দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতে সেদিন রাত সাতটা ৫৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতেনাতে শাবানাকে আটক করে। তবে এসময় তার সহযোগী শফিকুল আওলিয়া পালিয়ে যেতে সক্ষম হন।

যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ

পরে আটক শাবানার হাতে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় শার্শা থানার এসআই মুরাদ হোসেন বাদী হয়ে ওই দিনই শাবানা ও শফিকুল আওলিয়াসহ দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জুলাই একই থানার এসআই শফিকুল ইসলাম ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে শনিবার (আজ) এ মামলার রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার সময় আসামি শাবানা বেগম আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তার উপস্থিতিতেই যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর আদালত থেকে শাবানাকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি শফিকুল আওলিয়াকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo