খুলনা বিভাগ

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | May 25, 2025

যশোর-ঝিনাইদহ মহাসড়কের নতুন খয়েরতলার তেতুলতলা মোড়ে ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

নিহত ছাত্র এলোমেলোভাবে মোটরসাইকেল চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত কলেজ ছাত্রের নাম আসিফ হোসেন (২২)। তিনি যশোর পলিটেকনিক কলেজের ছাত্র এবং সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে।

রবিবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

যশোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাৎ ও ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আসিফের মোটরসাইকেলে থাকা তার সহযোগী রাকিবুল ইসলাম শুভ জানান, যশোর পাসপোর্ট অফিসে একটি জরুরি কাজ শেষ করে তারা মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। হাইওয়েতে উঠে আসিফ হোসেন হঠাৎ এলোমেলোভাবে মোটরসাইকেল চালানো শুরু করেন। এসময় পিছনে বসা শুভ তাকে স্বাভাবিকভাবে সাবধানে গাড়ি চালানোর কথা বলেন। কিন্তু আসিফ সেভাবেই দ্রুতগতিতে ও এলোমেলোভাবে গাড়ি চালাতে থাকেন এবং একপর্যায়ে সামনে থাকা একটি ট্রাকের সাথে স্বজোরে ধাক্কা লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের সাথে ধাক্কা লেগে আসিফ মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আসিফকে উদ্ধার করেন, কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়।

স্বাআলো/এস

Shadhin Alo