পুলিশ সদস্য পরিচয়ে সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই প্রতারকদের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহবান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর।
সম্প্রতি পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণার অভিযোগ পাওয়ার পর পুলিশ এই সতর্কতা জারি করেছে।
রবিবার (২৬ মে) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয়।
বিয়ে প্রতারক সুন্দরীকে ধরতে পুলিশের জাল
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সকলকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই প্রতারকচক্রের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাধারণ মানুষকে অপরিচিত কারো পুলিশ পরিচয়ে ফোন কল বা বার্তার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।
স্বাআলো/এস
