বিনোদন

মোশাররফ করিম-রুনা খানের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | May 25, 2025

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম মানেই দর্শকের জন্য ভিন্নমাত্রার কিছু। বহু বছর ধরে নানা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। নাটক, সিনেমা বা ওটিটি—সবখানেই তিনি নিজের অভিনয়শৈলী প্রমাণ করেছেন।

অন্যদিকে, দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খানও অসংখ্য নাটকে কাজ করে খ্যাতি লাভ করেছেন। ক্যারিয়ারে যেমন সাফল্য পেয়েছেন, তেমনই বয়স বাড়ার সাথে সাথে তার রূপে যেন আরও দ্যুতি ছড়াচ্ছে বলে মনে করেন ভক্তরা। মাঝে মধ্যেই রুনা খান তার অভিনয় বা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি দিয়ে ভক্তদের চমকে দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মোশাররফ করিম ও রুনা খানের একটি ভিডিও তুমুলভাবে ভাইরাল হয়েছে। তবে এটি ব্যক্তিগত কোনো ভিডিও নয়, বরং তাদের অভিনীত আসন্ন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-এর ট্রেলারের একটি অংশ। আগামী ৫ জুন সিরিজটি মুক্তি পেতে চলেছে এবং তার আগেই ট্রেলার থেকে এই বিশেষ অংশটি ভাইরাল হয়ে গেছে।

কার বাহুডোরে পরীমনি?

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, রুনা খান অত্যন্ত হতাশ ভঙ্গিতে মোশাররফ করিমকে জিজ্ঞেস করছেন, “তুই কয়ডা বিয়া করছস?” কিছুটা বেকায়দায় পড়া মোশাররফ করিম উত্তর দেন, “চাইরডা।” এরপর রুনা খান প্রশ্ন করেন, “তাইলে আমি কয় নাম্বার?” মোশাররফের অকপট উত্তর আসে, “ছয় নাম্বার।” এমন জবাবে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে যেন মোশাররফ করিমের দিকে তেড়ে যান রুনা খান।

তাদের এই মজার ও আকর্ষণীয় কথোপকথনের ভিডিওটি নেট মাধ্যমে দর্শকদের মধ্যে হাসির খোরাক জুগিয়েছে। অনেকেই রুনা খানের অভিব্যক্তিপূর্ণ অভিনয়ের প্রশংসা করছেন। রুনা খান নিজেও তার সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন।

নুসরাত ফারিয়ার গ্রেফতারে বিব্রত সংস্কৃতি উপদেষ্টা

জানা গেছে, ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে মোশাররফ করিম আব্বাস নামের একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে তার আটটি জেলায় রয়েছে আটজন স্ত্রী! প্রতিটি স্ত্রীর কাছে আব্বাস একজন আলাদা মানুষ এবং কেউই অন্য স্ত্রীর ব্যাপারে জানে না। কেবল আব্বাসের ট্রাকের হেল্পার সেলিম এই রহস্যের ব্যাপারে অবগত।

প্রশংসিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এই সিরিজটি নির্মাণ করেছেন। ট্রাক ড্রাইভার আব্বাস চরিত্রে মোশাররফ করিমের বিপরীতে আটজন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান ছাড়াও মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি এবং বৃষ্টিসহ একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী।

আগামী ৫ জুন এই ওয়েব সিরিজটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। তার আগে ট্রেলারের এই অংশটি দর্শকদের মধ্যে সিরিজটি নিয়ে আগ্রহ তৈরি করেছে।

স্বাআলো/এস

Shadhin Alo