মোংলা বন্দরে অবস্থানরত একটি পণ্যবাহী জাহাজে দেশীয় অস্ত্রের মুখে নাবিকদের হাত-পা বেঁধে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় জাহাজের ক্রুদের মারধর করে বিয়ারিং, ইকুপমেন্ট, স্ক্র্যাপ ও ওয়াররোপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নেয় তারা।
সোমবার (২৬ মে) ভোররাতে মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিক এলাকায় এম.ভি. সেজুঁতি নামের বাংলাদেশি জাহাজটিতে এ ডাকাতির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন জাহাজের তিনজন ক্রু।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘আল সাফা শিপিং লাইন্স’-এর খুলনা অফিসের ম্যানেজার শরিফ জাহিদুল করিম অমিত জানান, পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন এম.ভি. সেজুঁতি জাহাজটি ভারত থেকে পাথর বোঝাই করে গত বছরের ২২ জুন মোংলা বন্দরে আসে। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি দীর্ঘদিন ধরে বন্দর চ্যানেলে আটকে আছে।
তিনি জানান, ভোররাতে একটি ফিশিং ট্রলারে করে ১৪ জনের একটি ডাকাত দল জাহাজটিতে হানা দেয়। দেশীয় অস্ত্র-সস্ত্রসহ নাবিকদের রশি দিয়ে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় তারা। ডাকাতরা জাহাজের পণ্য খালাসে ব্যবহৃত যন্ত্রাংশ, জ্বালানি তেল, মোবিল ও নানাবিধ মালামাল লুটে নেয়।
শরিফ জাহিদুল করিম আরও বলেন, “জাহাজটিতে এর আগেও দুইবার ডাকাতি হয়েছে। সর্বশেষ ২৬ মে’র ঘটনায় প্রায় ২২ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতরা। বিষয়টি মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।”
এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার হারুন অর রশীদ বলেন, “ঘটনার পরপরই পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।”