ব্রেকিং নিউজ

ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

ঢাকা অফিস ঢাকা অফিস | May 28, 2025

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানতে আজ মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

আরবি ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ সভার মাধ্যমে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।

সোমবার (২৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নিম্নোক্ত টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ এ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বিশ্বের অনেক মুসলিম দেশেই জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। বাংলাদেশের তারিখ নির্ভর করছে আজ চাঁদ দেখা যাওয়ার ওপর।

স্বাআলো/এস

Shadhin Alo