আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বুধবার (২৮ মে) ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা এই স্কোয়াড চূড়ান্ত করেছেন।
ঘোষিত এই প্রাথমিক স্কোয়াডে বেশ কিছু চমক রয়েছে। দীর্ঘদিনের অনুপস্থিতির পর দলে ফিরেছেন হামজা চৌধুরী। পাশাপাশি নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সমিত সোম এবং ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম।
ইতোমধ্যে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ম্যাচ খেলার জন্য বাংলাদেশে এসে পৌঁছেছেন। ইতালির রোম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
১০ জুনের ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়া বাফুফে ইতোমধ্যে শেষ করেছে বলে জানা গেছে।
নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা
সিঙ্গাপুরের ম্যাচে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন ও মেহেদি হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী ও তপু বর্মণ।
মিডফিল্ডার: হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সমিত সোম।
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন ও সুমন রেজা।
স্বাআলো/এস
