জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের এলপিজি’র দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই নতুন দাম আজ সোমবার (২ জুন) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের প্রথম দিন এলপিজি এবং অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। মে মাসে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৩১ টাকা। এবার ২৮ টাকা কমে তা এক হাজার ৪০৩ টাকায় নেমে আসলো।
শুধু এলপিজি নয়, কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা, যা আগের দাম ৬৫ টাকা ৫৭ পয়সা থেকে ১ টাকা ২৭ পয়সা কম।
উল্লেখ্য, গত মে মাসেও এলপিজি’র দাম ১৯ টাকা কমানো হয়েছিল। এই নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো এলপিজির দাম কমলো।
স্বাআলো/এস