ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লম্বা ছুটিতে যাচ্ছে। তবে এবার বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সময়কালে ভিন্নতা দেখা গেছে। কোথাও ১০ দিন ছুটি থাকছে, আবার কোথাও এই ছুটি ২৫ দিন পর্যন্ত দীর্ঘ হচ্ছে।
মঙ্গলবার (৩ জুন) থেকে দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে এ বছর মোট ২১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি আজ ৩ জুন থেকে শুরু হয়ে চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস পুনরায় শুরু হবে ২৪ জুন থেকে।
স্কুল-মাদরাসায় ঈদের ছুটি শুরু আজ, কলেজ-প্রাথমিকে ৩ জুন
অন্যদিকে, দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে শুধুমাত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি থাকছে। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী, আজ ৩ জুন থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ১২ জুন পর্যন্ত। কলেজগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ এই ছুটির সঙ্গে যুক্ত করা হয়নি। ১৩ জুন থেকে পুনরায় কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে।
এবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির ক্ষেত্রে এই ভিন্নতা স্পষ্ট। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে জানা গেছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র ১০ দিন ছুটি, আবার কোথাও ২১ দিন বা ২৫ দিন পর্যন্ত ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সবচেয়ে বেশি ২৫ দিনের ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা, যা শুরু হয়েছে রবিবার (১ জুন) থেকে। এছাড়াও মাধ্যমিক বিদ্যালয় ও ভোকেশনালেও আনুষ্ঠানিক ছুটি শুরু হয়েছে, যদিও সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকার কারণে গত ২৯ মে থেকেই এসব প্রতিষ্ঠান কার্যকরভাবে বন্ধ হয়ে গেছে।
স্বাআলো/এস