স্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে মিললো করোনা

ঢাকা অফিস ঢাকা অফিস | June 3, 2025

দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২০ জনে।

সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভারতে আবারো করোনার হানা: আক্রান্ত হাজার ছাড়ালো, বাড়ছে উদ্বেগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এর ফলে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিলো ৫০ শতাংশ।

স্বাআলো/এস

Shadhin Alo