ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারো পর্দায় ফিরছেন। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বহুল আলোচিত ‘অন্তরা’ চরিত্রেই তাকে দেখা যাবে।
দীর্ঘ সময় ধরে নাটক ও বিজ্ঞাপন জগতে কাজ করলেও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘অন্তরা’ চরিত্রটি ফারিয়াকে দর্শক মহলে বিপুল পরিচিতি এনে দেয়। এই চরিত্রটি এতটাই জনপ্রিয় হয় যে, অনেক দর্শক তাকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্য একটি জনপ্রিয় চরিত্র ‘রোকেয়া’ বলেও ভুল করে ডাকতেন।
অভিনেত্রী জানান, গত দুই বছর তিনি কোনো কাজ করেননি। কারণ তার লক্ষ্য ছিল একটি ভালো কাজের অংশ হওয়া। হাজার হাজার কাজের ভিড়ে নিজেকে সস্তা করতে চাননি তিনি।
ফারিয়া বলেন, আমি হাজার হাজার কাজ করতে চাইনি, শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। কাজের জন্য সবাই আমাকে প্রশ্ন করত, কেন কাজ করছ না? এবার বলতে পারছি যে আমি ফিরছি।
তীব্র গরমে খোলামেলা পোশাকে নুসরাত ফারিয়া
ফারিয়া শাহরিন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন থ্রি থেকে অন্তরা চরিত্রে অভিনয় শুরু করেন। চরিত্রটির জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি নোয়াখালীর শুটিংয়ের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সেখানে শুটিং দেখতে মানুষ গাছে পর্যন্ত উঠে অপেক্ষা করত।
অন্তরা চরিত্রের বিশেষত্ব নিয়ে ফারিয়া বলেন, বেশি ভাগ মেয়েই ছলচাতুরি করে, কিন্তু অন্তরা দুষ্টু হলেও শুভকে ভালোবাসে। ওই পর্বটাতে তাদের মধ্যে একটু হাতাহাতি হয়, তারপর অন্তরা নিজেই শুভকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। যদি অন্তরা সত্যিই দুষ্টু হতো, তাহলে সে তো বিয়ে করতে চাইতো না।
তবে এই চরিত্রের বিপুল জনপ্রিয়তা ফারিয়ার জন্য কিছুটা সমস্যারও কারণ হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অন্তরা চরিত্রের কারণে তিনি একই ধরনের চরিত্রে আটকে যাচ্ছেন। তার ১০টি স্ক্রিপ্টের মধ্যে ৯টিতেই একই রকম ‘২ নম্বর’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে।
সবশেষ ফারিয়া জানান, ঈদের পর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন লটের শুটিং শুরু হবে। তিনি আশা প্রকাশ করেছেন, দর্শক তাদের প্রিয় অন্তরাকে আবারো পর্দায় দেখতে পাবেন।
স্বাআলো/এস