চট্রগ্রাম বিভাগ

বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী জেলা প্রতিনিধি, নোয়াখালী | June 3, 2025

নোয়াখালীর চাটখিলে একটি বিয়ের অনুষ্ঠানে বিদ্যুস্পৃষ্ট হয়ে তানভীর মাহাতাব (১৩) নামে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২ জুন) রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে একই ইউনিয়নের শাহীনের ছেলে।

ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিলো। রাত পৌনে ৮টার দিকে তানভীর বিয়ে বাড়ির ছাদে যায়। সেখানে অনুষ্ঠান উপলক্ষে আলোকসজ্জার জন্য লাগানো ঝাড়বাতিতে অসাবধানতাবশত টান দিলে সে বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

চেয়ারম্যান আরও জানান, তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন তানভীরকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানভীরের অকাল মৃত্যুতে তার পরিবার, বন্ধু ও সহপাঠীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি থানা পুলিশকে এখনো জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হবে।

স্বাআলো/এস

Shadhin Alo