মাগুরা শহরের তাঁতিপাড়ায় নিজ বাড়ির ছাদ থেকে আমিন উদ্দিন আলামিন (১৯) নামে এক কলেজছাত্রের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে নিখোঁজ থাকার পর মঙ্গলবার বিকালে নিজেদের বাড়ির ছাদে তার লাশ পাওয়া যায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আমিন উদ্দিন আলামিন মাগুরা টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য তবিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেশি ঘরের পাশের গাছ থেকে আম পাড়তে ছাদে উঠে বাড়ির সিঁড়িঘরের টিনের চালের উপর লাশটি পড়ে থাকতে দেখেন। এরপর খবর দেয়া হলে রাত ৮টার দিকে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, গত ১ জুন রবিবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে আলামিনকে ডেকে বাড়ি থেকে বের করা হয়। পরে দুটি রিক্সায় করে কয়েকজন তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকেই আলামিন নিখোঁজ ছিলো। তবে, নিখোঁজ থাকার পর বাড়ির ছাদের মতো জায়গায় কীভাবে তার লাশ পাওয়া গেল, তা নিয়ে গভীর রহস্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
চৌগাছায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পলাতক স্বামী-শ্বাশুড়ি
আলামিনের মা আনোয়ারা খাতুন জুলেখা কান্ন জড়িত কণ্ঠে বলেন, চেনা এবং ঘনিষ্টদের মধ্য থেকেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমার একমাত্র ছেলেকে যারা এভাবে কেড়ে নিল, আমি তাদের কঠিন বিচার দেখতে চাই।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, নিহত আমিন উদ্দিন আলামিনের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে, ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং আঘাতের ধরণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
স্বাআলো/এস