খুলনা বিভাগ

খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খুলনা ব্যুরো খুলনা ব্যুরো | June 4, 2025

খুলনার সদর থানাধীন মতিয়াখালী সুইচ গেট খালের মাথায় এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ জুন) স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে একটি মরদেহ খালের পানিতে ভেসে যাওয়ার সময় একটি গাছের ডালে আটকে যায়। বিষয়টি দেখে তারা খুলনা সদর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নৌ পুলিশকে এ বিষয়ে অবগত করে ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। পরবর্তীতে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধারের চেষ্টা শুরু করে।

স্থানীয়দের ভাষ্যমতে, লাশের উপরিভাগে কোনো পোশাক ছিলো না, তবে নিচের অংশ একটি কালো কাপড় দিয়ে ঢাকা ছিলো। মরদেহে পচন ধরেছে এবং একাধিক অংশের চামড়া শরীর থেকে খুলে গিয়েছে, যা দেখে মনে হচ্ছে এটি কয়েকদিন আগের মরদেহ।

পুলিশ মরদেহ উদ্ধারের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo