রাজনীতি

তাজউদ্দীন আহমদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

ঢাকা অফিস ঢাকা অফিস | June 4, 2025

পবিত্র মুক্তিযুদ্ধ চলাকালে মাঠে থেকে নেতৃত্ব দেওয়া তাজউদ্দীন আহমদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একইসঙ্গে তিনি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়েও মন্তব্য করেছেন।

বুধবার (৪ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন এবং তার মতামত ব্যক্ত করেন।

সারজিস আলম তার পোস্টে লেখেন, তাজউদ্দীন আহমদ মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয় কীভাবে?

একই পোস্টে তিনি শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তান সেনাবাহিনীর কাছে বন্দি হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না।

মবের নামে নাশকতার সুযোগ নেই এখন: সারজিসকে সেনা কর্মকর্তা

তিনি মনে করেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ছিল যারা কেবল মুক্তিযোদ্ধার নামে সুযোগ-সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের আমলে নতুন করে মুক্তিযোদ্ধা সেজেছেন এবং ভুয়া মুক্তিযোদ্ধা, তাদেরকে খুঁজে বের করে তাদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা।

কিন্তু তা না করে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা মাঠে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় সরাসরি অবদান রেখেছেন, তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করার মতো অপ্রয়োজনীয় কাজ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন সারজিস আলম।

প্রসঙ্গত, সম্প্রতি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে যে, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মূল ব্যক্তিবর্গসহ চার শতাধিক রাজনীতিবিদের (এমএনএ-এমপিএ) মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। যদিও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা হিসেবেই গণ্য হবেন। তবে এই বিতর্কের মধ্যেই এনসিপি নেতা সারজিস আলম তার প্রশ্নটি তুললেন।

স্বাআলো/এস

Shadhin Alo