বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের বহুল পরিচিত দাঁড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) এই তথ্য জানিয়েছে।
বুধবার (৪ জুন) নির্বাচন ভবনে কমিশন বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।
তিনি বলেন, প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি। একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপিও অনুযায়ী। দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে।
১ যুগ পর নিবন্ধন ফিরে পেলো জামায়াতে ইসলামী
অন্য এক প্রসঙ্গে আবুল ফজল সানাউল্লাহ বলেন, ডিএনসিসি নির্বাচনে নিয়ে আপিল বিভাগে পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমারা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে।
উল্লেখ্য, গত ১ জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। রায়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ জানায়, নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে হাইকোর্টের পূর্বের রায় ন্যায়সংগত ছিল না। এই রায়ের পর জামায়াতের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ এবং দলীয় প্রতীক ব্যবহারের বিষয়টি সামনে আসে। তারই প্রেক্ষিতে আজ ইসির পক্ষ থেকে প্রতীক ফেরতের বিষয়টি নিশ্চিত করা হলো।
স্বাআলো/এস