জাতীয়

ঈদযাত্রা নিরাপদ করতে র‍্যাবের টহল জোরদার ও চেকপোস্ট

ঢাকা অফিস ঢাকা অফিস | June 5, 2025

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখি মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নারায়ণগঞ্জসহ সাতটি জেলায় সড়ক ও মহাসড়কে টহল জোরদার করেছে র‍্যাব-১১ ব্যাটালিয়ন। বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহনগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে জেলার ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন র‍্যাব-১১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

পরে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সাংবাদিকদের তিনি জানান, মানুষের এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে গত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর ও নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং মহাসড়কগুলোতে টহলের পাশাপাশি নানা কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব।

ঈদের দিন ৩ বিভাগে বৃষ্টি হতে পারে

র‍্যাব অধিনায়ক বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব-১১ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে সাঁড়াশি অভিযান ও যানবাহনে তল্লাশি অব্যাহত রেখেছে।

তিনি আরো জানান, এসব জেলায় ঈদের বড় জামাতগুলোতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যক্রম চলমান থাকবে। এছাড়া, ছুটি শেষে ঈদ পরবর্তী সময়ে ফিরে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও র‍্যাব কাজ করবে। র‍্যাব-১১ ব্যাটালিয়ানের অধিনায়ক আশা প্রকাশ করেন, রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ১৭টি জেলার মানুষের ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক হবে।

স্বাআলো/এস

Shadhin Alo