জাতীয়

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ৩ বন্ধু নিহত

ঢাকা অফিস ঢাকা অফিস | June 10, 2025

নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ জুন) ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) এবং বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। নিহত এই তিন তরুণ একে অপরের বন্ধু ছিলেন।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তিন বন্ধু মিলে নরসিংদী শহরে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

যশোরে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ী নিহত

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছিল, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণের মৃত্যু হয়েছে। নিহত দুইজনের মরদেহ বর্তমানে থানায় রাখা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

স্বাআলো/এস

Shadhin Alo