এবারের পবিত্র ঈদুল আজহা ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি কাটিয়েছেন পিরোজপুরে তার নানাবাড়িতে। সেখানে শৈশবের স্মৃতিবিজড়িত একটি পুকুরে আনন্দ-উচ্ছ্বাসে সাঁতার কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। তবে ওই পুকুরটি ভেঙে সেখানে কাঁচের বাড়ি নির্মাণের তার ঘোষণা ঘিরে ভক্ত ও অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, পরীমণি তার শৈশবের স্মৃতির সাক্ষী সেই পুকুরে প্রাণবন্ত জলকেলিতে মেতেছেন। ঠিক শৈশবের দিনগুলোর মতোই উৎফুল্ল দেখাচ্ছিল তাকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এত জন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি।
এই ভিডিও প্রকাশের পর থেকেই পরীমণির ভক্ত-অনুরাগীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন। একজন মন্তব্য করেছেন, পরীমণিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।
আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন: পরীমণি
তবে পরীমণির পোস্টের শেষ অংশটিই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তিনি তার ক্যাপশনে আরও উল্লেখ করেছেন, কয়েকদিন পর এইখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাঁচের বাড়ি বানাবো ইনশাআল্লাহ।
শৈশবের স্মৃতিবিজড়িত পুকুরটি ভেঙে ফেলার এবং সেখানে কাঁচের বাড়ি নির্মাণের এই ঘোষণা অনেকের মনে প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। অনেকেই প্রিয় এই স্মৃতিচিহ্নটি নষ্ট না করার অনুরোধ জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, স্মৃতি বিজড়িত পুকুরটি নষ্ট করবেন কেন? বাড়িটি অন্য কোথাও বানালেও পারেন।
উল্লেখ্য, কয়েক বছর আগে পরীমণির নানা মারা গেছেন, যিনি ছিলেন তার অভিভাবক ও আশ্রয়স্থল। চলচ্চিত্র শিল্পে পরীমণি যেমন তার সাহসী ভূমিকা এবং স্পষ্টবাদীতার জন্য পরিচিত, তেমনি তার ব্যক্তিগত জীবনও বরাবরই আলোচনার বিষয় হয়েছে। বর্তমানে তিনি ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দুই সন্তানকে নিয়ে সময় পার করছেন। এবার তার শৈশবের পুকুর এবং সেটিকে ভেঙে কাঁচের বাড়ি বানানোর পরিকল্পনা তাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
স্বাআলো/এস