জাতীয়

সীমান্তে ৭০ জনকে বিএসএফের পুশইন

ঢাকা অফিস ঢাকা অফিস | June 12, 2025

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ‘পুশইন’ করে ফেরত পাঠানো ৭০ জন বাংলাদেশিকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১১ জুন) রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয়।

বিজিবির সিলেট সেক্টরের আওতাধীন ৪৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি’র মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৭ জন, মিনাটিলা বিওপির মিনাটিলা সীমান্ত দিয়ে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপির সীমান্ত দিয়ে ১৭ জনকে বিএসএফ পুশইন করে।

যশোর সীমান্তে চামড়া পাচার ও পুশইন ঠেকাতে বিজিবি সতর্ক, টহল জোরদার

আটককৃত ৭০ জনের মধ্যে রয়েছেন ২২ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৩০ জন শিশু। বিজিবি নিশ্চিত করেছে যে তারা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ৪৩ জনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং ২৭ জন লালমনিরহাট জেলার বাসিন্দা।

বিজিবি আরো জানিয়েছে, আটক ব্যক্তিরা গত কয়েক বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং সেখানে বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo