শিক্ষা

জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

ঢাকা অফিস ঢাকা অফিস | June 12, 2025

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা জানিয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

বোর্ড কর্তৃপক্ষ আশা করছে, আগামী ২৫ জুলাইয়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বুধবার দুপুরে এ তথ্য জানান।

তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেভাবেই ফল প্রকাশ করা হবে। গত ২৫ মে এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে। সে অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবো।

এসএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের হট্টগোল, ১২ শিক্ষককে অব্যাহতি

ফল প্রকাশের প্রস্তুতি সম্পর্কে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, প্রধান পরীক্ষকদের কেউ কেউ প্রথমে খাতা নিতে অনীহা দেখালেও বোর্ড থেকে একটি চিঠি ইস্যু করার পর বেশিরভাগই খাতা নিয়েছেন। খাতার ওএমআর শিট জমা দেওয়াও শুরু হয়েছে এবং আগামী ১৫ জুন ওএমআর জমা দেওয়ার শেষ দিন।

তিনি আরও বলেন, অফিস খুললে ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নিয়ে চিন্তা করা হবে। বর্তমানে ওএমআর শিট স্ক্যানিং এবং নম্বর ইনপুটের কাজ পুরোদমে চলছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছিলেন। তবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo