ঢাকা

৬ যানবাহনের সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

ঢাকা অফিস ঢাকা অফিস | June 15, 2025

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ছয়টি যানবাহনের ভয়াবহ সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (১৫ জুন) গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী।

নিহত সেলিম হোসেন খুলনার সোনাডাঙা থানার দেবেনবাবু রোডের আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে।

ইসরায়েলে ইরানের হামলায় নিহত বেড়ে ৮, নিখোঁজ ৩৫

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, ঢাকা থেকে খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় যাত্রীদের উদ্ধার করার সময় সেখানে আরো তিনটি বাস ও একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।

ওসি জানান, রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চলা ছয়টি যানবাহনের এই সিরিজ সংঘর্ষে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান এবং আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এরপর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

স্বাআলো/এস

Shadhin Alo