খেলাধুলা

অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | June 28, 2025

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের বিশাল ব্যবধানে হারের পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে তিনি এই সিদ্ধান্ত জানান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) বিষয়টি অবহিত করেছেন বলে নিশ্চিত করেন।

কলম্বোর পি সারা ওভাল মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চরম ব্যাটিং ব্যর্থতার পর সফরকারী শ্রীলঙ্কার কাছে বিব্রতকর হার বরণ করে বাংলাদেশ। এই হারের পরেই আসে শান্তর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসানের কাছ থেকে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের নেতৃত্বভার গ্রহণ করেছিলেন নাজমুল হোসেন শান্ত।

তবে সব ফরম্যাটের দায়িত্ব বুঝে নেওয়ার আগেই গত বছর তিনি নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। বিসিবির তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে সে সময় টেস্ট ও ওয়ানডের নেতৃত্ব ধরে রাখলেও টি-টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দেন এই বাঁহাতি ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের আগে হঠাৎ করেই তার কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্ব মেহেদী হাসান মিরাজের হাতে তুলে দেওয়া হয়। সেই রদবদলের পর থেকেই গুঞ্জন উঠেছিল, টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে পারেন শান্ত। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।

পরিসংখ্যানের বিচারে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স কিন্তু মন্দ ছিল না। টেস্টে তার ক্যারিয়ার গড় যেখানে ৩২, সেখানে অধিনায়ক হিসেবে তা বেড়ে দাঁড়িয়েছিল ৩৬-এ। এখন পর্যন্ত টেস্টে তার ৭ সেঞ্চুরি ও ৫ ফিফটির মধ্যে অধিনায়কত্ব পাওয়ার পর করেছেন ৩টি সেঞ্চুরি ও ২টি ফিফটি।

স্বাআলো/এস

Shadhin Alo