রাজনীতি

ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু

ঢাকা অফিস ঢাকা অফিস | June 28, 2025

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হয়ে ওঠে।

সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয় কুরআন তিলাওয়াতের মাধ্যমে। মূল মাঠ সকাল থেকেই পরিপূর্ণ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই প্রথম পর্বের কার্যক্রম শুরু করা হয়। এই পর্বে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

মহাসমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মূলত, সংস্কার, বিচার ও পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে দলটি। আজকের এই মহাসমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আনুষ্ঠানিকভাবে মূল অধিবেশন দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।

স্বাআলো/এস

Shadhin Alo