বলিউডের জনপ্রিয় মুখ এবং ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী শেফালী জারিওয়ালা মাত্র ৪২ বছর বয়সে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় গণমাধ্যম পিংকভিলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন শেফালী জারিওয়ালা। এরপর তার স্বামী অভিনেতা পারাস টাইগি তাকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেফালীর মৃত্যুর নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।
এদিকে, শেফালী জারিওয়ালার এই আকস্মিক মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ৪২ বছর বয়সে তার রহস্যজনক মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্নও উঠছে।
প্রসঙ্গত, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন শেফালী জারিওয়ালা। এরপর তিনি বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেন এবং বিভিন্ন রিয়েলিটি শোতেও অংশ নেন। বিশেষ করে ২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৩-তে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে তিনি নতুন করে আলোচনায় আসেন।
স্বাআলো/এস