শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ৫ নির্দেশনা

ঢাকা অফিস ঢাকা অফিস | June 28, 2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে মোট ৪ লাখ ৬০ হাজার ৭০৬ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী শনিবার (২৮ জুন) থেকে শুরু হচ্ছে, যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বিস্তারিত নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্টার আবুল কাসেম।

বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনা অনুযায়ী, প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট/পিডিএফ কপি আগামী ২৮ জুন থেকে ১৫ জুলাইয়ের মধ্যে সংগ্রহ করতে হবে। এজন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Applicant Login অপশনে গিয়ে Honours Login লিংকে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।

শিক্ষার্থীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছু কোনো শিক্ষার্থী যদি অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ইতোমধ্যেই ভর্তি হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই আগামী ৩ জুলাইয়ের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে। এরপর অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায়, দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী) যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। তবে কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি অথবা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ৫৬৫ টাকা আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি) জমা দিতে হবে।

স্বাআলো/এস

Shadhin Alo