খুলনা বিভাগ

ঝিকরগাছায় চুরি করতে গিয়ে দোকানে আটকা ৪ চোর, গণপিটুনি খেয়ে হাসপাতালে ২

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | July 7, 2025

যশোরের ঝিকরগাছা উপজেলার নিশানা মার্কেট এলাকায় অবস্থিত রাসেল টেলিকম নামের একটি মোবাইল দোকানে চুরি করতে এসে এক অভিনব পরিস্থিতির মুখে পড়ে একটি সংঘবদ্ধ চোর চক্র। চুরি করতে গিয়ে দোকানের ভেতরেই আটকা পড়ে চক্রের চার সদস্য। পরে জনতার হাতে গণপিটুনির শিকার হয়ে দুই চোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার গভীর রাতে একটি সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ছয়জন সদস্য রাসেল টেলিকমে চুরির উদ্দেশ্যে আসে। পরিকল্পনা অনুযায়ী, চক্রের চারজন সদস্য দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। বাকি দুইজন বাইরে অবস্থান নেয়, যাতে দরজার তালা পুনরায় লাগিয়ে বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং পরে আবার খুলে ভেতরের সঙ্গীদের বের করে আনতে পারে। কিন্তু অজ্ঞাত কোনো কারণে বাইরে থাকা দুইজন আর তালা খুলে দোকানের ভেতরে থাকা চারজনকে বের করে আনতে পারেনি। ফলে দোকানের ভেতরেই আটকা পড়ে যায় ওই চার চোর।

যশোরের চিহ্নিত সন্ত্রাসী রয়েল বিদেশি পিস্তলসহ আটক

সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে দোকান মালিক যথারীতি দোকান খুলতে এসে দেখেন তালা ভাঙা। চুরির আলামত দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে দোকানের ভেতর থেকে দুইজন চোর দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বাকি দুইজনকে জনতা ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং পরে পুলিশে খবর দেয়।

ধরা পড়া দুই চোরকে পুলিশ এসে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, আটককৃতদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং এই চক্রের সাথে জড়িত আরো সদস্যদের খুঁজে বের করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাসেল টেলিকম থেকে ঠিক কী পরিমাণ মালামাল চুরি হয়েছে বা দোকানের ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে জানা যাবে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo