যশোরের শার্শা উপজেলায় গত বছর দায়ের হওয়া নাশকতার এক পুরোনো মামলায় ১১ জন আওয়ামী লীগ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (৭ জুলাই) তারা আদালতে জামিনের আবেদন জানালে বিচারক ১০ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শারীরিক অসুস্থতার কারণে একজনকে জামিন মঞ্জুর করা হয়েছে।
আদালতে আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন, শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের কালাম হোসেন, দক্ষিণ বুরুজবাগান গ্রামের ইয়ানুর রহমান ও আব্দুল মতিন, একই গ্রামের শাহীন মেম্বার, জাফর, আইজুল, স্বপন, সুবর্ণখালী গ্রামের শামসুর রহমান, কাজিরবেড় গ্রামের সাইফুল ইসলাম ও উত্তর বুরুজবাগান গ্রামের মুরাদ হোসেন।
যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম আসামি সাইফুল ইসলামের শারীরিক অসুস্থতা বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেন। তবে অপর ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের এপিপি নুর আলম পান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিকরগাছায় চুরি করতে গিয়ে দোকানে আটকা ৪ চোর, গণপিটুনি খেয়ে হাসপাতালে ২
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ ওঠে। এই বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদের প্রতিহত করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এ সময় সাকিব নামে একজনকে স্থানীয়রা আটক করে।
এই ঘটনার পর দক্ষিণ বুরুজবাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক এমপি শেখ আফিল উদ্দিনকেও আসামি করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আদালতে আত্মসমর্পণকারী ১১ জনই ওই নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার তারা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
স্বাআলো/এস