আগামী ফেব্রুয়ারি-এপ্রিল মাসকে লক্ষ্য রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১ জুলাই) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
এ সময় সাংবাদিকরা সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সিইসির একান্ত বৈঠকের বিষয়ে জানতে চান। জবাবে সিইসি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা তার কাছে জানতে চেয়েছিলেন। তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে, নির্বাচন কমিশন “ফুল গিয়ারে” প্রস্তুতি নিচ্ছে।
সিইসি আরো বলেন, প্রধান উপদেষ্টা একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন চান। তিনি সুষ্ঠু ভোট অনুষ্ঠানের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।
তবে আসন্ন জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে সিইসি জানান। তিনি বলেন, নির্বাচনের তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই জনগণ জানতে পারবে।
স্বাআলো/এস