বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্তের কথা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরসহ ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জামালপুর ও বরিশাল জেলা শাখার আহবায়ক কমিটি সমূহের নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
স্বাআলো/এস