রাজনীতি

যুবদল নেতা-ব্যবসায়ী হত্যা-খ‌তি‌বের ওপর হামলায় জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

ঢাকা অফিস ঢাকা অফিস | July 12, 2025

খুলনা, রাজধানী পুরান ঢাকার মিটফোর্ড এলাকা এবং চাঁদপুরে ঘটে যাওয়া তিনটি পৃথক সহিংস ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান।

ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে চাঁদপুরের ঘটনা উল্লেখ করে বলেন, চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। তিনি এই ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ এবং হামলাকারীকে ‘চরমপন্থী মানসিকতা-সম্পন্ন’ আখ্যা দেন। এমন জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক ও আশু শাস্তি হওয়া প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, এতে ভবিষ্যতে কোনো দুর্বৃত্ত এমন অপকর্ম করার সাহস পাবে না।

মিটফোর্ডের সামনে ব্যবসায়ী খুন, ২ আসামি রিমান্ডে

খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যার ঘটনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই হত্যার প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।

সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। অন্যথায় এর দায় এড়ানো যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা উল্লেখ করে ডা. শফিকুর রহমান জানান, বিদেশে অবস্থানরত থাকা অবস্থায় খবরটি জেনে তিনি সকল ভাষা হারিয়ে ফেলেছেন।

তিনি বলেন, এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো!

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

নিহত সোহাগের পরিবার এবং তার প্রতি লজ্জা ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না— এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।

তিনি সমাজকে জেগে ওঠার আহবান জানিয়ে বলেন, মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও।” তিনি মনে করিয়ে দেন, আজ কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল নিজের ওপর এর চেয়েও বড় বিপদ এলে তখন কাউকে পাশে পাওয়া যাবে না। এজন্য ভয় ও সংকোচ উপেক্ষা করে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।

উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে হাসপাতালের ভেতরে তাকে মারধর করা হয় এবং পরে বাইরে এনে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। খুলনায় নিহত যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লার মৃত্যু নিয়েও রহস্য রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo