বিনোদন

‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হতে পারল না’

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | July 12, 2025

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের কোলাহলের মাঝেই ঘটে যাওয়া এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ড নাড়া দিয়েছে দেশের বিবেককে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৪৩)।

এই হত্যাকাণ্ডের বীভৎসতা ও প্রকাশ্য দিবালোকে দর্শকের নীরবতা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই ঘটনার পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। যদিও তিনি সরাসরি সোহাগ হত্যার কথা উল্লেখ করেননি, তবে তার পোস্টের ভাষা ও সময়কাল দেখে অনেকেই মনে করছেন, এই নৃশংস ঘটনাটির প্রতিক্রিয়াতেই তিনি এমন মন্তব্য করেছেন।

মিটফোর্ডে হত্যা: দর্শক-সরকারের নীরবতা নিয়ে বাঁধনের ক্ষোভ

শুক্রবার (১১ জুলাই) দেয়া স্ট্যাটাসটিতে তিনি হত্যাকারীদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হতে পারল না। যারা জীবজন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের ওছিলায়। এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।’

তিনি অন্যায় দেখে চুপ না থাকার এবং মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আরো লেখেন, ‘যেখানেই অন্যায়, প্লিজ! আপনারা কথা বলুন, প্লিজ! মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন, সাহস দেখান, মানবতা দেখান, আইনের দ্বারস্থ হোন। বারবার ব্যর্থ হলেও আইনের ওপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।’

উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

স্বাআলো/এস

Shadhin Alo