বিনোদন

হাসপাতালে ভর্তি অভিনেত্রী স্বস্তিকা

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | July 4, 2025

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ভানুমতী ভূতের হোটেল’ ছবির শুটিং চলাকালীন তীব্র ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেয়া হয়। এই ঘটনায় তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এবং ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমি বুঝি, সব ঘটনার পিছনে কোনো কারণ থাকে।

তিনি জানান, ‘ভানুমতী ভূতের হোটেল’-এর শুটিং করার সময় হঠাৎ “অসহ্য যন্ত্রণা” শুরু হয়, যা “পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা” বলে মনে হয়েছিল। এই তীব্র ব্যথা শুরু হওয়ার পরই তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

দেশ ও রাজনীতি অস্থিরতায় আছে: জয়া আহসান

এদিকে, বর্তমানে এই “কঠিন যন্ত্রণার সঙ্গে লড়াই” করছেন জানিয়ে তিনি সহ-অভিনেতাদের প্রতি তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। স্বস্তিকা বলেন, ‘ভানুমতী ভূতের হোটেল’ ছবিটি তার কাছে খুব বিশেষ, তাই তিনি “প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব।”

তিনি আরো জানান, তার চিকিৎসার কথা মাথায় রেখেই ছবির পরিচালক ও প্রযোজকেরা শুটিংয়ের দিন ক্ষণ সাজাচ্ছেন। কষ্টের মধ্যেই তিনি “নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছেন এবং শুটিংও করছেন।

স্বস্তিকা দত্তের অসুস্থতার খবরে টালিউড পাড়ায় তার দ্রুত আরোগ্যের প্রার্থনা চলছে। ভক্তরাও তার সোশ্যাল মিডিয়া পোস্টের নিচে সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

স্বাআলো/এস

Shadhin Alo