বরিশাল বিভাগ

বাড়িতে ডাকাতদলের হানা, গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী | July 15, 2025

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেওয়ার পাশাপাশি এক মার্কিন প্রবাসী নারীকে পালাক্রমে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার রাতে পৌরশহর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে শাকিল ও রাসেল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাড়ির মালিক জানান, রবিবার রাতে একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে। ডাকাতরা আলমারির চাবি নিয়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। এসময় তারা তার আমেরিকা প্রবাসী স্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার পর পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদ, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

তিনি আরো জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে শাকিল ও রাসেল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo