খুলনা বিভাগ

যশোরে ভৈরব নদে ডুবে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | July 15, 2025

যশোরে ভৈরব নদে মাছ ধরতে গিয়ে ডুবে মধুসূদন খাঁ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) শহরতলীর শানতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মেয়ে শান্তা রানী জানান, তার বাবা স্ট্রোকের রোগী ছিলেন। বাড়ির পাশেই ভৈরব নদে মাছ ধরার জন্য তিনি জাল পেতে রেখেছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যেই তিনি ওই জালে আটকে থাকা মাছ ধরতে যান। এসময় তিনি সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যান।

শান্তা রানী আরো বলেন, কিছুক্ষণ পর আমরা কয়েকজন নদে গোসল করতে গিয়ে তার মৃতদেহ পানিতে ভাসতে দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন কুমার দে জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বলেন, “নিহত ব্যক্তি স্ট্রোকের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, বৃষ্টির ঠান্ডা পানিতে নামার পর তিনি স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) আক্রান্ত হন এবং পানিতে ডুবে যান। স্ট্রোক রোগীদের জন্য ঠান্ডা পানি একটি বড় ঝুঁকি।”

মৃত মধুসূদন খাঁ যশোর সদর উপজেলার হাসিমপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল শাখায় (অর্ডিন্যান্স) চাকরি করতেন এবং বর্তমানে অবসরপ্রাপ্ত ছিলেন। চাকরি সূত্রে তিনি কাশিমপুর ইউনিয়নের শানতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

স্বাআলো/এস

Shadhin Alo