জাতীয়

‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস

ঢাকা অফিস ঢাকা অফিস | July 15, 2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণার বিষয়ে হাইকোর্টের একটি রুলের পর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অধ্যাপক ইউনূস নিজে এ ধরনের কোনো উপাধি নিতে ইচ্ছুক নন এবং সরকারেরও এমন কোনো পরিকল্পনা নেই।

মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টের জারি করা রুলটি সরকারের নজরে এসেছে। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে এই রুলের আনুষ্ঠানিক জবাব দেবে।

এর আগে, সোমবার (১৪ জুলাই) হাইকোর্টের একটি বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

সরকারের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, “অধ্যাপক ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাঁকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না।”

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, “আবেদনকারী নিজ উদ্যোগে এই রিটটি দায়ের করেছেন বলে মনে হয় এবং কীসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে-তা পরিষ্কার নয়।” বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলের অফিস যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।

স্বাআলো/এস

 

Shadhin Alo