জাতীয়

২৫ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

ঢাকা অফিস ঢাকা অফিস | July 27, 2025

যুক্তরাষ্ট্রের বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশ অর্ডার দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

রবিবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, “বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছি।” এ প্রসঙ্গে তিনি ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার উদাহরণ টেনে বলেন, দেশগুলো প্রত্যেকে ১০০টি করে উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে।

এই উড়োজাহাজগুলো সরবরাহের বিষয়ে তিনি বলেন, “বোয়িং কোম্পানি তাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী এগুলো সরবরাহ করবে। সুতরাং এগুলো পেতে অনেক সময় লাগবে।”

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হলো, যখন ওয়াশিংটনের সঙ্গে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা ভিয়েতনাম (২০%) ও ইন্দোনেশিয়ার (১৯%) ওপর আরোপিত শুল্কের চেয়ে অনেক বেশি।

তবে ২৫টি উড়োজাহাজ আমদানিতে মোট কত খরচ হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্বাআলো/এস

Shadhin Alo