আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক | August 2, 2025

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় আরো দুইজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান, সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ালালামপুরগামী একটি টয়োটা আভাঞ্জা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে ছিটকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা তিন বাংলাদেশি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতরা হলেন- গাড়ির চালক সাব্বের হাসান (৩০), এবং যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)।

ওই দুর্ঘটনায় হাবিব বিশ্বাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০) নামে আরো দুইজন আহত হন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (HTAA) ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে মোহাম্মদ আদলি আরও বলেন, নিহত চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এছাড়া, গাড়িটির রোড ট্যাক্সের মেয়াদও উত্তীর্ণ হয়ে গিয়েছিল।

ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo