জাতীয়

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন

ঢাকা অফিস ঢাকা অফিস | August 2, 2025

বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’-এর খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট, বিকেল ৫টায় এটি জাতির সামনে উপস্থাপন করা হবে।

শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। তার এই ঘোষণার মাধ্যমে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ নিয়ে সব জল্পনার অবসান ঘটলো।

এর আগে, শনিবার সকালেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন যে, জুলাই ঘোষণাপত্রটি ৫ আগস্টের আগেই ঘোষণা করা হতে পারে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তথ্য মন্ত্রণালয় আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক এক অনুষ্ঠানের র‍্যালি শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছিলেন।

তবে দিনের শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে সুনির্দিষ্ট তারিখ ও সময় জানিয়ে দেয়ায় এখন ৫ আগস্টই চূড়ান্ত দিন হিসেবে নির্ধারিত হলো। অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা এবং রাষ্ট্র পরিচালনার রূপরেখা কী হবে, তা জানতে এখন সমগ্র জাতি এই ঘোষণাপত্রের অপেক্ষায় থাকবে।

স্বাআলো/এস

Shadhin Alo