চট্রগ্রাম বিভাগ

ট্রেনের ধাক্কায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রাম ব্যুরো | August 2, 2025

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) উপজেলার একটি লেভেল ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, একটি যাত্রীবাহী ট্রেন কক্সবাজারের দিকে যাওয়ার পথে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।”

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে ওসি জানিয়েছেন।

স্বাআলো/এস

Shadhin Alo