বেসরকারি কোনো ক্রিকেট লিগ বা টুর্নামেন্টে ‘পাকিস্তান’ নামটি ব্যবহার করা যাবে না। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে তৈরি হওয়া এক জটিলতার জেরে এই কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদন অনুসারে, ইংল্যান্ডে চলমান ডব্লিউসিএল আসরটিকে ভারত-পাকিস্তান লড়াই হিসেবে প্রচার করা হচ্ছিল, যা পিসিবিকে অস্বস্তিতে ফেলে। এর মধ্যেই ভারতীয় খেলোয়াড়রা ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ নামে একটি দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানান। এই ঘটনাকে দেশের মর্যাদার জন্য হানিকর বলে মনে করছে পিসিবি।
জিও সুপার একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) পিসিবির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রটি জানায়, “ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তান লেজেন্ডস দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় বোর্ডের কর্মকর্তারা এটিকে দেশের মর্যাদার জন্য ক্ষতিকর বলে মনে করছেন। তাই বেসরকারি পর্যায়ে দেশের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে।”
এই সিদ্ধান্তের ফলে, ভবিষ্যতে কোনো বেসরকারি সংস্থা বা আয়োজক প্রতিষ্ঠানকে ক্রিকেটীয় কোনো ইভেন্টে ‘পাকিস্তান’ নাম ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। পিসিবি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যদি কোনো সংস্থা এই নিয়ম অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিকেট সংক্রান্ত যেকোনো অনুষ্ঠানে দেশের নাম ব্যবহারের একমাত্র অধিকার পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কোনো লিগ বা আয়োজক প্রতিষ্ঠানকে এই নাম ব্যবহারের অনুমতি দেওয়া হবে কি না, তা সম্পূর্ণভাবে তাদের গ্রহণযোগ্যতার ওপর নির্ভর করবে।
এর আগেও জিম্বাবুয়ে, কেনিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে কিছু লো-প্রোফাইল লিগে বিভিন্ন বেসরকারি সংস্থা ‘পাকিস্তান’ নামটি ব্যবহার করেছে, যা বোর্ড এখন থেকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবে।
তবে, চলমান ডব্লিউসিএল আসরের জন্য একটি ছাড় দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, এই টুর্নামেন্টের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ‘পাকিস্তান লিজেন্ডস’ দলকে তাদের খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
স্বাআলো/এস