জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়।
সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, “ছাত্রদলকে রুখে দেয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতা-কর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশ পরিচালিত হচ্ছে।
এরই মধ্যে সমাবেশ মঞ্চে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় ও সাবেক নেতারা উপস্থিত রয়েছেন।
সকাল থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর এবং দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী সমাবেশে যোগ দিতে শাহবাগে সমবেত হন। শাহবাগ চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে মুখ করে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে।
সমাবেশস্থলে আসা নেতাকর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা এবং ছাত্রদলের লোগোযুক্ত ব্যান্ড পরেছেন। তাদের হাতে বিএনপি ও ছাত্রদলের পতাকা দেখা যাচ্ছে। এ সময় নেতা-কর্মীরা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
স্বাআলো/এস